ঈদের পর খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান
সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বিশ্বনেতারা শুভেচ্ছা বার্তা দিয়ে বাংলাদেশকে সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোজার ঈদের পর স্কুল-কলেজ ও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে করোনা সাময়িক বাধা সৃষ্টি করলেও থেমে থাকলে চলবে না বলে জানান তিনি। সবাইকে সবাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশে কোন জমি যেন অনাবাদি না থাকে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। যাতে কোন ভাবেই দেশে খাদ্যসংকট না হয়। এবছরের আজকে আমাদের প্রতৃজ্ঞা হচ্ছে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না জাতির পিতার অঙ্গীকার মৌলিক অধিকার নিশ্চিত করতে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।